টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের কেউ ফগ মেশিন কাঁধে নিয়ে মশা মারছে, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছে। শুধু বন্দিরাই নয় কারাগারের কর্মকর্তা, তাদের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম।

কর্মসূচির উদ্বোধন করে জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকনগুনিয়া সহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশে জেলা কারাগারে মশা নিধনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচিতে কারাগারের বন্দি সহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।
তিনি জানান- কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্দি সহ সকলকে অনুপ্রেরণা জাগিয়েছে। মশা নিধনে ফগ মেশিন, ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাস্তে এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারে কোদাল ব্যবহার করা হচ্ছে।
জলাবদ্ধ স্থানগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় যুবকরাও কারাগারের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছে।

কর্মসূচির উদ্বোধনকালে টাঙ্গাইল কারাগারের জেলার মো. হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেন্ট মো. আবুল হোসেন, সহকারী সার্জন ডা. আবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।