‘মাথার উপর খোলা আসমান, বৃষ্টিতে ভিজেছি। সারারাত মশার কামড় খেয়েছি। ভেজা কাপড় গায়েই শুকিয়েছে। অন্যের করুণায় একবেলা ডালভাত খেয়েছি। কেউ আমাদের খোঁজ নেয়নি। কেউ খবর পর্যন্ত নিলো না। কেউ ভাবলো না এতগুলো মানুষ রাতে কোথায় ঘুমালো? কি খেয়েছে? আমরা কোনো সহযোগিতা পাইনি। আমরা সমাজের বোঝা হয়ে গেছি।’ এভাবেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের যৌনকর্মী সালমা, শান্তা, মল্লিকা, সাহারা সহ বেশ কয়েকজন নিজেদের অবস্থা বর্ণনা করছিলেন।
এক দিন চইল্যা গেলো কেউ খোঁজ নিলো না
তারা জানায়, শনিবার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাদের ২২টি ঘর ভস্মীভুত হয়েছে। ঘরের সাথে সাথে পুড়েছে কপালও। অগ্নিকান্ডের একদিন অতিবাহিত হলেও সরকারি-বেসরকারি কোন সহযোগিতা তারা পায়নি। ২২টি ঘরের যৌনকর্মীরা কেউ না খেয়ে, কেউ অর্ধাহারে দিন কাটাচ্ছেন। অপেক্ষা করছেন নিরাপদ বাসস্থান আর দুমুঠো খাবারের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২২ টি ঘরের যৌনকর্মীরা কেউ না খেয়ে, কেউবা অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সরকারি -বেসরকারি কোন সহযোগিতা তারা এখনও পাননি। পুড়ে যাওয়া ঘরের সামনে বসে বিলাপ করছেন কেউ কেউ । নতুন কাউকে দেখে ছুটে আসছেন। জানতে চাইছেন আমাদের জন্য কোন সহযোগীতা আসছে কি না। অপেক্ষা করছেন নিরাপদ বাসস্থান আর দুমুঠো খাবারের।
টাঙ্গাইল নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম জানান, ঘরপোড়া মেয়েদের কিছুই নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের খাবার নেই, পড়নের কাপড় নেই, নগদ টাকা নেই, ঘুমানোর জায়গাও নেই। তারা এখন কোথায় থাকবে, খাবে কি? একদিন চলে গেলো আমাদের মেয়েরা এক কাপড়ে রয়েছে। কেউ কেউ সারারাত মশার কামড় খেয়ে বৃষ্টিতে ভিজে রাত পাড় করেছে। তারা সবাই মিলে কিছু টাকা সংগ্রহ করে একসেট জামা, বিছানাপত্র ও ডালভাত খাবারের ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থায় তাদের বেশিক্ষণ রাখতে পারবো না। সরকারি বা বেসরকারি সাহায্যই পারে তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।
তিনি জানান, ডিসি অফিস থেকে একজন এসেছিলেন। নাম লিষ্ট করে নিয়ে গেছেন। ২৪ ঘণ্টর বেশি সময় চলে গেছে- মেয়েরা কিছুই পায়নি।
উল্লেখ্য, শনিবার(২৮ জুন) সকালে টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়ার যৌনপল্লীতে রান্না করার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে অগ্নিকান্ডে ২২টি ঘর ভস্মীভুত হয়েছে।
মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী...
টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর প্রচার ও প্রণোদনার ডিলার পয়েন্টে গতকাল বুধবার মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইল জেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য...
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার(১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১৩টি...
১৬ ডিসেম্বর (মঙ্গলবার, ২০২৫) মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ২৪শের বীর জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ভূঞাপুর শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পন করছেন স্থানীয় সকল বীর জুলাই যোদ্ধারা।...