টাঙ্গাইলের বাসাইলে দিনব্যাপী পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী ৭৫ জন প্রান্তিক চাষিদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (বস্ত্র ৩ শাখা) সিনিয়র সহকারী সচিব শেখ আব্দুল্লাহ সাদীদ।