মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ (অধ্যাদেশ) – ১৯৮২ মোতাবেক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ মে) ধনবাড়ী পৌরসভার রুপশান্তিতে ঢাকা -জামালপুর মহাসড়কে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর গেইট এর পশ্চিম পাশে অবস্থিত “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে । সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান ।
এসময় তিনি “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার” এর কর্তৃপক্ষের নিকট লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ কোন রকম কাগজপত্র দেখাতে পারেন নাই । পরে “ধনবাড়ী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ” কে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয় এবং দ্রুত সময়ে কাগজপত্র তৈরি করে তারপর প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দেন । এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, ” ধনবাড়ী উপজেলার ক্লিনিক ও ল্যাবরেটরি গুলোতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা অব্যাহত থাকবে । স্বাস্থ্য খাত নিয়ে কেউ যেন অবৈধ ভাবে বাণিজ্য করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখে যাচ্ছি ।
প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করে যাচ্ছি, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ল্যাবরেটরি গুলো বাজেয়াপ্ত করা হবে এবং পরিচালনাকারীদের জেল দেওয়া হতে পারে “।