নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব হওয়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক এডভোকেট জাফর আহমেদেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে জেলার আঞ্চলিক সংবাদপত্র পরিষদের উদ্যোগে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলার আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক সরকার হাবিব, সহ-সভাপতি সাহাবুদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, কার্যকরি সদস্য কাজী হেমায়েত হোসেন হিমু, মামুনুর রহমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।