টাঙ্গাইলের দেলদুয়ারে ডেভিল হান্ট অভিযানে বাসুদেব রাজবংশী (৬০) নামের আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার তার নিজ বাড়ী দেলদুয়ার সদর ইউনিয়নের রাজবংশী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং মৃত যগবন্ধু রাজবংশীর ছেলে। জানা যায় বাসুদেবের পরামর্শেই তার ছেলে সুদেব রাজবংশী বিজিবির হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকনে যোগ দেন।
সম্প্রতি দেলদুয়ার দক্ষিণ বাজারের শ্বর্ণ ব্যবসায়ি অখিল রাজবংশী মহানবি (সাঃ) কটুক্তি সম্বলিত ব্যাংগচিত্র ফেসবুকে আপলোড করে। তাকে প্রলোব্ধ করে এ ইসকন সমন্বয়কারী সদস্য সুদেব রাজবংশী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান।