টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বন মামলায় এজাহারভুক্ত আসামিদের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বন আইনে টাঙ্গাইল জেলার ধলাপাড়া রেঞ্জের বিট কর্মকর্তাসহ কয়েকজনকে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।
এ মামলায় অভিযুক্ত আসামিরা উচ্চ আদালতে জামিন আবেদন করলে, আসামিদের আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। আজ মঙ্গলবার (১৫এপ্রিল) সকালে জেলার বন আদালতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরীর আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ: গত জানুয়ারি ৩১ তারিখে টাংগাইলের ঘাটাইল ধলাপাড়া রেঞ্জের বিট কর্মকর্তা ও বন প্রহরীসহ ০৯(নয়) জন বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন আবদুল কুদ্দুস (ফরেস্টার বিট কর্মকর্তা ধলাপাড়া সদর বিট), মোঃ মাসদুল ইসলাম খান (বন প্রহরী সদর বিট), শরিফ আহমেদ (বন প্রহরী সদর বিট), মোঃ আশরাফুল ইসলাম (বন প্রহরী সদর বিট), মোঃ আবু বকর সিদ্দিক, (বন প্রহরী শালিয়াবহর ক্যাম্প), আব্দুল হান্নান (বাগান মালী শালিয়াবহর ক্যাম্প), গালিব হোসেন (বন প্রহরী সাগরদিঘী বিট), জাহাঙ্গীর হোসেন (বন প্রহরী সাগরদিঘী বিট), মোঃ রাসেল মিয়া (বন প্রহরী চৌরাসা ক্যাম্পের ওসি), মোঃ জাহাঙ্গীর (বাগান মালী চৌরাসা ক্যাম্পের), মোঃ শাহ আলম, (ফরেস্টার বিট কর্মকর্তা ঝরকা বিট)।