মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকালে কালিহাতী প্রতিশ্রুতি প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা সেক্রেটারি এস.এম এনামুল হক, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. বাকী বিল্লাহ ও কালিহাতী পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম মো. বিল্লাল।
কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি এম এম এইচ বাদশার সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালিহাতী পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান।