রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখার দাবীতে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১লা মার্চ২৫) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখা’র আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক সড়ক প্রক্ষিণ করে। পরে মধুপুর আনারস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা’র প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখা’র সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি ডা: হারন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
অন্যদিকে, শনিবার(১লা মার্চ২৫) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখার দাবীতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখা ।
দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সড়ক প্রক্ষিণ করে। মিছিল শেষে টিচার্জ ভবনের দলীয় কার্যালয়ে আলোচনাসভায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি মাওলানা আ: সামাদ, সেক্সেটারী মাওলানা হাসান মাহমুদ, পৌর শাখা’র সেক্রেটারী মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ অন্যান্যরা।