মানববন্ধনে বক্তব্য রাখেন- বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে গেছে। অতিদ্রুতই ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।