টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ সখীপুর সিডিপির উদ্যোগে উপজেলার ৩৫ টি পার্টনার মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কালিয়ানপাড়া সিডিপি সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পিএম পাইলট (গভঃ) স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আবদুস সোবহান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিপির প্রোগ্রামের সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন প্রমুখ।