টাঙ্গাইলের দেলদুয়ারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদারকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনামিকা খন্দকার, উপজেলা যুবদল সদস্য সচিব মো. বাবলু চৌধুরী, এলাকার শিক্ষা অনুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব মো. খোরশেদ সরকার, সাংবাদিক এ.কে.এম রাজু আহমেদ সহ অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।