জেলের তালা ভেঙেছি, সালাম ভাইকে এনেছি। গোপালপুরের মাটি সালাম পিন্টুর ঘাঁটি স্লোগানে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু কারা মুক্তির খবরে টাঙ্গাইলের গোপালপুরের চরচতিলা বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশ নেন, নগদাশিমলা ইউনিয়নের চর চতিলা, বিলডগা ও বনমালী রাগুববাড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি চরচতিলা বাজার থেকে শুরু বনমালী, বিলডগার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন, সাবেক শিক্ষক আবু খালিদ বাবলু, নগদাশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, মোন্নাফ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান।