বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ সংস্থা আশা দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মিডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে আশা এনজিওর সলিমাবাদ ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এ ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়। সলিমাবাদ আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ মো. সাইফ উদ্দিনের সভাপতিত্বে ও সলিমাবাদ ব্রাঞ্চ ম্যানেজার মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা নাগরপুর অঞ্চলের এসআরএস মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. সেলিনা আক্তার।
এসময় অফিস ষ্টাফসহ এলাকার সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।