মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন যুবদলের বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন যুবদলের উদ্যোগে কেদারপুর বাজারে এ র্যালীর আয়োজন করা হয়। বিজয় র্যালীটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেদারপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
মোকনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওবায়দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি ও উপজেলা যুবদলের (ভারঃ) আহ্বায়ক মো. নাজমূল হক স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোকনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো, সেলিম রেজা, সাবেক ভিপি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম নবা, যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন, মো. এলিম মাহমুদ, আজিজুল হক, মো. লিটন, ওলামাদলের আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিকী, সদস্য সচিব মো. ফিরোজ আলম, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য ইমরুল কায়েস রাজীব, মোকনা ইউনিয়ন যুবদলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ।এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।