শনিবার (১৪ই ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষ্যে টাঙ্গাইল বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।