টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল সদর বাজার বনিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে নাগরপুর প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও নাগরপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আহাম্মদ আলী রানা, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান খান রুবেল, মোহাম্মদ শামিম চৌধুরী ও লুৎফর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরবৃন্দর উপস্থিততে নাগরপুর প্রেসক্লাবে নতুন ৭ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।