“বাল্য বিয়ে, যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমার কণ্ঠ হোক সোচ্চার” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন—ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। এসময় আরো বক্তব্য রাখেন— নিজেরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, ভূমিহীন সমিতি ধনবাড়ীর সাধারণ সম্পাদক শামছুল হক, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান ও শিক্ষার্থী লামিয়া তাবাচ্ছুম মৌ সহ অন্যরা।
এসময় ধনবাড়ী ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠনের সকল সদস্য সহ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন।