টাঙ্গাইল আদালত এলাকা থেকে আটক হওয়া সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।এর আগে, গতকাল বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার হাজিরা দিতে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে আসেন মেয়র মুক্তি।
চত্বর হতে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে আটক করে।সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ্য আমানুর রহমান খান ওরফে রানার ভাই। টাঙ্গাইল সদর থানা
সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসুর) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হয়। ওই ঘটনায় চলতি বছরের ২ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় মুক্তির বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় মুক্তিকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তবে, উভয় মামলায় তিনি স্থায়ী জামিনে রয়েছেন।