টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেলের সাথে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাই টিভি ও দৈনিক টাঙ্গাইল সমাচার এর সাংবাদিক ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন অনলাইন স্বাধীন বাংলা নিউজ টিভি’র প্রধান সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জনতার নি:শ^াস প্রতিনিধি মাহেদুল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরনবী শেখ, দৈনিক নবতানের প্রতিনিধি প্রেসক্লাব সদস্য পলাশ ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নব দিগন্ত ডটকম পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি জাহিদ সরকার, অনলাইন স্বাধীন বাংলা নিউজ টিভি’র ক্যামেরাম্যান ধনবাড়ী প্রেসক্লাবের সদস্য রাম চন্দ্র ঘোষ এবং জাকির হোসেন খান সহ অন্যান্যরা।
সরকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ দেশ ও জাতি সাংবাদিকদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেন। সাংবাদিকদের লেখনির মাধ্যমে একটি জাতি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং সমাজকে বদলে দিতে পারে। এসময় তিনি ধনবাড়ীর সকল দিক নিয়ে উল্লেখযোগ্যভাবে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের টেলিভিশন ও জাতীয় স্থানীয় গণমাধ্যমে নিয়মিত সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় অভিন্দন ও উৎসাহ প্রদান করেন। আগামী দিনেও এধারা অব্যহত রাখতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশা প্রকাশ করেন।