‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে পালন।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।পরে সেখানে বির্তক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম।
সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপণ্ডপরিচালক আবদুল লতিফ মোল্লা, ডেপুটি সিভিল সার্জন মুহাম্মদ আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।বির্তক প্রতিযোগীতায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রানার্স আপ হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সিভিল সার্জন অফিসের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।