মিলাদ মাহফিলের নামে বাড়িতে মিটিং করার অভিযোগ এনে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গোবিন্দাসী বাজার প্রদক্ষিণ করে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়ক হয়ে টি-রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যে অপকর্মগুলো করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’ এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে মিলাদ মাহফিলের নামে মিটিং করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ঠান্ডু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে দুলাল হোসেন চকদার বলেন, ‘কয়েকদিনের ব্যবধানে আমার গরুর খামারের দেড় থেকে ২ লাখ টাকা দামের তিনটি গরু মারা যায়। বালামসিবত দূর করতে শুক্রবার মাগরিবের পর আমার গরুর খামারে এতিমখানার ছাত্র ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করি। বিএনপি নেতাকর্মীরা ওই মিলাদ মাহফিলকে নেতাকর্মীদের একত্রিত করার মিথ্যা তথ্য প্রচার করে। এ সংবাদ পেয়ে পুলিশ আমার বাড়ি ঘেরাও করে। তবে এর আগেই মিলাদ মাহফিল শেষ হয়ে যায়। এরপরও শনিবার বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে।’