বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন ছিল বেশ বিনোদনমূলক। বাংলাদেশের বিপক্ষে চলমান প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কাইল ভেরেইন।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৪ (১৪৪) রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেওয়ার পর ভেরেইনের ইনিংস বাংলাদেশকে প্রথম ইনিংসে ২০২ রানের বিশাল লিড নিতে সহায়তা করে।
এদিকে, দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাডা তার দ্বিতীয় ওভারে সাদমান ইসলাম (১) এবং মুমিনুল হককে (০) আউট করলে বাংলাদেশ আবারও বিপর্যয়কর শুরু করে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে ইনিংস স্থিতিশীল করার চেষ্টা করলেও ২৩ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ আউট হন।
ক্রিজে মুশফিকুর রহিম (৩১) ও মাহমুদুল হাসান জয়ের (৩৮) ব্যাটে ভর করে তৃতীয় দিনের বাংলাদেশ ১০১/৩ স্কোরে খেলা শুরু করবে।