গত ১৮/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় জনাব মোহা. ইমামুর রশীদ মহোদয় কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল সদর থানাধীন ক্লাবের পিছনে সরু রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোনটি অজ্ঞাতনামা ০১ জন চোর চুরি করে নিয়ে পালিয়ে যায়।
উক্ত বিষয়ে থানায় লিখিতভাবে জানলে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় টাঙ্গাইল সদর থানার একটি চৌকস টিম ঘটনাস্থলের আশে-পাশে সিসি ফুটেজ সংগ্রহ করে। টিমটি সিসি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ঘটনার রহস্য উদঘাটনসহ অভিযান পরিচালনা করে মোবাইল চুরি ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক আসামী ০১। মোঃ হাবিব (২২), পিতা-মৃত মকবুল হোসেন, গ্রাম-থানা পাড়া, থানা-টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইল কে ইং ১৯/১০/২০২৪ তারিখ ১৫.৪৫ ঘটিকায়
টাঙ্গাইল সদর থানাধীন বেপারীপাড়াস্থ বোখারী মসজিদ এর সামনে হতে গ্রেফতার করে।ধৃত আসামী ১। মোঃ হাবিব (২২), হেফাজত হতে চুরিকৃত মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইল চুরি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। ধৃত আসামীকে বির্চাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করার সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।