গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় টিফিন বিল ও নাইট বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পূর্বানী ইয়ার্ন ডাইং শ্রমিকরা।মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন পূর্বানী ইয়ার্ন ডাইংয়ের শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, খবর পেয়ে বেলা ১১টার দিকে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাটহল শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় শ্রমিকেরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।