হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকরা।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকরা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। প্রতিদিন আমদানি হচ্ছে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ। আমদানি বৃদ্ধি ও ভারতের বাজারে দাম কমায় হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মধ্যে।মঙ্গলবার (১ অক্টোবর) হিলি স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা কেজি দরে। যা সপ্তাহখানেক আগেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। দুর্গাপূজার আগে দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানান আমদানিকারকরা।পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার কারণে আমাদের দেশে আমদানিকৃত পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। আমদানি বাড়লে দুর্গাপূজার আগে আরও পেঁয়াজের দাম কমবে।