বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের অভিযোগে করা মামলায় মো. সাদ্দাম নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সীতাকুন্ড ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গত ৪ আগস্ট নগরের আমতল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মারধরের শিকার হওয়া মো. ইব্রাহিম (১৯) নামে এক তরুণের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মো. ইব্রাহিম। এ সময় বাকলিয়ার যুবলীগ নেতা মো. সাদ্দামসহ আরও ২৫-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নগরের আমতল মোড়সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে ইব্রাহিমকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। তাকে বাচাতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীও মারধরের শিকার হন। এরপর ৫ সেপ্টেম্বর বাদী হয়ে সাদ্দাম ও তার সহযোগীদের আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন।উল্লেখ্য, গত সোমবার ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর নগরের বহদ্দারহাট এলাকায় গুলিবর্ষণকারী সন্ত্রাসী মো. মিজানকে গ্রেপ্তার করে র্যাব।