নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মো.বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আল- আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের টাঙ্গাইল জেলা সভাপতি আলহাজ্ব আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সেক্রেটারি জনাব মোঃ আখিনুর মিয়া, নাগরপুরের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা ইলিয়াছ হোসেন,হযরত মাওলানা মোহাম্মদ আলী,মাওলানা আল হেলাল,মুফতী আব্দুল হাদীসহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দেশের কল্যাণে ও ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের মাগফিরাত কামনায় ও আহত ছাত্রদের আশু সুস্থতা কামনা বিশেষ দোয়া করা হয়।