টাঙ্গাইলের ধনবাড়ীর পৌরসভার চর ভাতকুড়া গ্রামে শত্রুতার জেরে রাতের আধাঁরে এক কৃষকের কিস্তিতে সোনালীকা ট্রাক্টরে আগুন দিয়েছে শত্রুরা। এব্যাপারে শনিবার(৩১আগষ্ট) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভূগী কৃষক আবু বক্কর সিদ্দিক।
ভোক্তভূগী কৃষক আবু বক্কর সিদ্দিক কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, আমি গরীব মানুষ পরিবারের খরচ যোগাতে একমাত্র সম্বল হিসেবে আমার এই ট্রাক্টর টি ছিলো। অনেক কষ্টে কিস্তিতে ১৮ লক্ষ ৮০হাজার টাকা মূল্যে ট্রাক্টরটি কিনেছি। এখনো কিস্তি পরিশোধ হয়নি। কিন্তু কে বা কাহারা শত্রুুতা বশত শুক্রবার রাত আনুমানিক এগারো টার সময় আমার ট্রাক্টরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন আমি নি:স্ব হয়েগেছি। আমার চলার মত আর কোন পথ রইল না। আমার ট্রাক্টরটিতে যারা অন্যায় ভাবে রাতের আধাঁরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের কে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক এই দাবী করছি। সেই সাথে সরকারের কাছে আমি ক্ষতি পূরণ চাচ্ছি।
থানার ওসি হাবিবুর রহমান জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।