হাফিজুর রহমান: টাঙ্গাইলের ধনবাড়ীতে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ,দশ কেজি ডিওপি ও এমওপি সার বিনামূল্যে বিতধনবাড়ীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার (১১জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিস থেকে ধনবাড়ী পৌরসভা ও ৭ টি ইউনিয়নের এক হাজার কৃষকদের মাঝে এ প্রণোদণা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।