সমাচার ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রতোর জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে লুৎফর রহমান (৩৪) নামে এ ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
রবিবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের সহবতপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সহবতপুর পূর্বপাড়া গ্রামে আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, লুৎফর রহমান ও প্রতিবেশি ময়নালের সাথে গাছ কাটা নিয়ে পারিবারিক পূর্ব শত্রুতা ছিলো। ঘটনার আগে সন্ধ্যার দিকে লুৎফর সহবতপুর বাজারে যায়। এসময় পিছন থেকে ময়নালের দুই ছেলে নজরুল ও রুবেল অতর্কিতভাবে হাতুড়ি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় লুৎফরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে অতর্কিতভাবে লুৎফর নামে একজনের উপর হামলা করে। এ ঘটনায় লুৎফর নিহত হয়। ঘটনা শুনার পর আমরা একটি টিম গঠন করে অপরাধীদের ধরার জন্য অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।