সমাচার ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে মধুপুর উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাইত কাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী ছাহেরা (৩৫) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ছাহেরা তার বাপেরবাড়ি ধনবাড়ী হতে স্বামীর বাড়ী ফিরছিলো পথিমধ্যে কাইতকাই সামাজিক বনায়ন নার্সারি এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে আহত ছাহেরা মারা যান। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপ্যারে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনা ঘটার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে পিকআপটি ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।