সমাচার ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনি গ্রামে চাঞ্চল্যকর চাচাকে পিটিয়ে হত্যার মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী ভাতিজাকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদেী ইসলাম এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামী কাজী কামরুজ্জামান পলাশ (২৯) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনি গ্রামের কাজী রফিকুল ইসলাম বাবুলের ছেলে।
র্যাব অধিনায়ক আরো জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ৩১ মার্চ ভিকটিম (চাচা) কাজী আশরাফুল আলম (৬৫) এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ির উঠানে পৌছালে পূর্ব থেকে ঊৎ পেতে থাকা ২নং আসামী কহিনুর বেগম তার চোখে মরিচের গুড়া মিশ্রিত পানি ছিটিয়ে দেয় এবং এ মামলার প্রধান আসামী কাজী কামরুজ্জামান পলাশ (ভাতিজা) লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ভিকটিমের ডাক-চিৎকারে তার স্ত্রী চামেলী বেগমসহ আশে পাশের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ১ এপ্রিল ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে কাজী আব্দুল্লাহ আল আরিফ বাদী হয়ে দুইজনকে আসামী করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর হত্যা মামলার প্রধান আসামী কাজী কামরুজ্জামান পলাশ আত্মগোপনে চলে যায়। পরে র্যাব অভিযান পরিচালনা করে পলাশকে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
তিনি আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।