নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ভয়ংকর কিশোর গ্যাং (বেজী গ্রুপ) প্রধান শীর্ষ মাদক কারবারি মো. রাহাত হোসেন বুলেট (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে।
রোববার সন্ধ্যায় নাগরপুর সদর বাজারের বটতলা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা গ্রামের মৃত.ইসমাইল হোসেন মন্টু মিয়ার ছেলে।
এ দিকে বেজী গ্রুপের প্রধান বুলেট কে গ্রেফতারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন মহল থেকে টেলিফোনের মাধ্যমে সাদুবাদ জানিয়েছেন নাগরপুর থানার পুলিশকে।
সোমবার সকালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এ সব তথ্য জানান।
সূত্রে জানা যায়, মো. রাহাত হোসেন বুলেট শীর্ষ মাদক কারবারি। মাদক ব্যবসা নির্বিঘ্নে করতে সে কিশোর গ্যাং তৈরি করে। তার এই কিশোর গ্যাংটি অল্প সময়ের মধ্যে এলাকায় বেজী গ্রুপ নামে পরিচিতি লাভ করে। হয়ে ওঠে বেপরোয়া ও অপ্রতিরোধ্য। নিজ এলাকার গন্ডি পেরিয়ে উপজেলার ১২ টি ইউনিয়নে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে মাদক ব্যবসা,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এক পর্যায়ে আতংক ও সন্ত্রাসের আরেক নাম হয়ে ওঠে বেজীগ্রুপ। এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে তাদের কাছে। সন্ত্রাসী,চাঁদাবাজি, ছিনতাই ও ইভটিজিং তাদের নিত্য দিনের ঘটনা। চলতি মাসে অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় বেজী গ্রুপের উপর ক্ষোভ প্রকাশ করা হয়। গয়হাটা বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বেজী গ্রুপ এলাকায় টর্সার সেল তৈরি করে। তাদের দাবি না মেটালে ওই টর্সার সেলে এনে পৈচাশিক কায়দায় নির্যাতন করা হত।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজীগ্রুপের প্রধান মো.রাহাত হোসেন বুলেটকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার গ্রেফতার এর খবরে বেজী গ্রুপের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।