দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক চলছে।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে, রুদ্ধদার বৈঠকটি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অফিসার, আইজিপি, র্যাব, আনসার ও বিজিবির মহাপরিচালক অংশ নিয়েছেন।
বৈঠকে ইসির পক্ষ থেকে নির্বাচনের দিন যে কোন ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হবে বলে জানা গেছে।
একইসঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সারাদেশের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইসিকে এখন পর্যন্ত নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে অবিহিত করা হয়েছে। ঘণ্টাব্যাপী এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ভোটের দিন প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।