টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রবি ২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী বীজ, সার ও হাইব্রিড বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির সূচনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান।
এ আয়োজনে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক উৎসাহী কৃষক। কর্মসূচির প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান তার বক্তব্যে বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বিনামূল্যে মানসম্পন্ন বীজ ও সার প্রদানের এ উদ্যোগ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়াতে ও খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।” তিনি কৃষকদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রদত্ত বীজ ও সারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অধিক ফলন ঘরে তোলার জন্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোখলেছুর রহমান বলেন, “এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো উফশী ধানের বীজের পাশাপাশি সার এবং হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। এটি আগামী বোরো মৌসুমে ফলন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সঠিক সেচ ও সুষম সার প্রয়োগসহ আধুনিক চাষাবাদ প্রযুক্তি অনুসরণের পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মোট ১,৩৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।
কর্মসূচিটি দুটি অংশে, বোরো ধান (উফশী) চাষিদের জন্য: মোট ৭৫০ জন কৃষক এই সহায়তা পাবেন। প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য পাবেন, ৫ কেজি উচ্চফলনশীল ধান বীজ,১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার। বোরো ধান (হাইব্রিড) চাষিদের জন্য: মোট ৫৮০ জন কৃষক এই সহায়তা পাবেন। প্রত্যেকে পাবেন: ২ কেজি হাইব্রিড ধান বীজ। এ কর্মসূচি নিয়ে ভূঞাপুরের কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক কৃষক জানান, বীজ ও সারের দাম বর্তমানে বেশি হওয়ায় এই সহায়তা তাদের জন্য সময়োপযোগী।
তারা আশা করছেন, উন্নত বীজ ও সারের প্রয়োগে ফলন আগের চেয়ে বেশি হবে। এ কর্মসূচি ভূঞাপুরের কৃষিক্ষেত্রে নতুন গতিশীলতা আনবে বলে সকলের প্রত্যাশা।











