টাঙ্গাইল থেকে প্রকাশিত একমাত্র সাহিত্যপত্রিকা সময়ের সাহিত্যকণ্ঠের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ১২ই ডিসেম্বর, শুক্রবার অপরাহ্ণ ৩.০০টায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তন, টাঙ্গাইল-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সময়ের সাহিত্যকণ্ঠের সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাহিত্য ও সমাজচিন্তক দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডা. মুহাম্মদ আবদুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশের চেয়ারপার্সন লেখক ড. ইউসুফ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফপিএবি-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, কবি ও সাহিত্যিক গাজী গিয়াস উদ্দিন, কর্পোরেট ব্যক্তিত্ব নাফিস আহসান, কথাশিল্পী নাহিদ হাসান রবিন ও গবেষক মামুন তরফদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বকাল পরিষদের সভাপতি নূরুল ইসলাম বাদল, ‘ঝাল-টক-মিষ্টি’র সম্পাদক ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু ও ড. আলী রেজা। অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সময়ের সাহিত্যকণ্ঠের নিরবচ্ছিন্ন এ সাহসী অগ্রযাত্রাকে অভিনন্দন জানান এবং সৃজনশীল কাজের ধারায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কবিধাম টাঙ্গাইলে অনেক গুণীলেখকের জন্ম হয়েছে। জাতীয় পর্যায়ে সাহিত্যের নানা শাখায় বিশেষ অবদান রাখা সেইসব গুণীলেখকের মধ্যে থেকে প্রতিবছর ‘সময়ের সাহিত্যকণ্ঠ সম্মাননা’ প্রদান করা হয়। এ বছর কবিতায় জাহাঙ্গীর ফিরোজ, কথাসাহিত্যে আলমগীর রেজা চৌধুরী, প্রবন্ধসাহিত্যে আল রুহীকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ড. ইউসুফ খান ও উদ্বোধক প্রফেসর ডা. মুহাম্মদ আবদুস সামাদ তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ইতঃপূর্বে এ সম্মাননা পেয়েছেন কবি বুলবুল খান মাহবুব (২০২২), কথাসাহিত্যিক আরেফিন বাদল ও কবি মাহবুব সাদিক (২০২৩); কথাসাহিত্যে বাদল মেহেদী(২০২৪), প্রবন্ধসাহিত্যে ড. ইউসুফ খান(২০২৪) ও কবিতায় মাহমুদ কামাল(২০২৪)।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশতাধিক কবি-সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যজন আলী হাসান।











