টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে তাদের এই আন্দোলনের সূচনা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে লাগাতার শাটডাউনের মতো আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, কর্মবিরতির কারণে রোগীদের যেন অযথা ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে জরুরি সেবা চালু থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।











