আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে কারো ওপর জুলুম-অত্যাচার করা হবে না এবং অন্যায়ভাবে কাউকে টর্চার করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ভূঞাপুর উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, “আমি যদি এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, সবার আগে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো এবং মাদকাসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “এদেশে ক্ষমতায় আসলে অনেকে হাট-ঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দখল নেন। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামকে নির্বাচিত করলে কোনো হাট-ঘাট দখল করা হবে না। আমরা ভালোবাসা ও নৈতিক অবস্থান থেকে আপনাদের উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অলোয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা শাহজাহান আলী। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমির আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা ওলামা বিভাগের কর্মপরিষদ সদস্য ও সভাপতি মাওলানা আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম, ভূঞাপুর পৌরসভা আমির মাওলানা শাহজাহান সরকার, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুর রহমান তালুকদার সেলিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় নেতারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দলীয় আদর্শ বাস্তবায়নের বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।











