মোঃ এরশাদ,মাভাবিপ্রবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মসজিদের এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ ২০শে নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে এতিমখানায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া (ইদ্রিস)সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন। দেশের সকল গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা আশা করি।”











