ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতিটি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দ জালাল ক্লাব ১০ উইকেটে টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শুভ সূচনা করেছে।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার্স অ্যালাইয়েন্স এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে শহীদ জিয়া স্মৃতিটি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়াসংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা যুব দলের আহবায়ক খন্দকার রাশেদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা বিএনপির মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম।
উদ্বোধনী খেলায় টস জয়ী টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং করে সৈয়দ জালাল ক্লাবের চমৎকার বোলিংয়ে ১৯ ওভার ৩ বলে মাত্র ৭৩ রানে অলআউট হয়। দলের পক্ষে রাব্বী ও ফাহিম যথা ক্রমে ১৭ ও ১৪ রান করে। বিজয়ী সৈয়দ জালাল ক্লাবের পক্ষে তানভীর ৩টি, রিজান হোসেন, সাকিব ও শাহরাত প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।

জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সৈয়দ জালাল ক্লাবের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) দলের অলরাউন্ডার রিজান হোসেন মাত্র ২০ বলে অপরাজিত ৬২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ ওভার ২ বলেবিনা উইকেটে ৭৬ রান করে জয়লাভ নিশ্চিত করে। খেলায় রিজান হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উল্লেখ্য সারাদেশের ১২টি ক্লাব আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেটে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করছে। ‘এ’ গ্রুপে আরামবাগ ক্লাব, ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডমী ও জামালপুর জেলা ক্রিকেট এসোসিয়েশন। ‘বি ’গ্রুপে গাজীপুর ক্রিকেট একাডেমী, ইনটেন্স ক্রিকেট একাডেমী ও ইন্সপায়ার ক্রিকেট একাডেমী। ‘সি’ গ্রুপে সৈয়দ জালাল ক্লাব, টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী ও ১০-১২ স্পোটিং ক্লাব এবং ‘ ডি’ গ্রুপে থানা পাড়া ইষ্টার্ন স্পোটিং ক্লাব, বাসাইল নাইট রাইডার্স ও পাবনা ক্রিকেটার্স।
৪ টি গ্রুপের ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনালে মোকাবেলার পর ৪টি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল বিজয়ী ২টি দল ফাইনালে খেলবে।











