মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বাসাইল–সখিপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী সালেহ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী আবু রায়হান।
শনিবার (১৫ নভেম্বর) পরিষদের সকল উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মামুন আহমেদ
সহ-সভাপতি: এস এম এ সামি, ইসরাত জাহান এ্যাথি, সাগর সরকার, জাকির হোসেন
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: ইলিয়াস হোসেন তন্ময়
যুগ্ম-সাধারণ সম্পাদক: সোহান হাসান, নাজির সিকদার
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ ফেরদৌস মিয়া, ইমন আহমেদ, ইশরাত জাহান রিপা, মেহেদি হাসান, রাহাত হাসান।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান মিয়া।
অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে।
নবনির্বাচিত সভাপতি সালেহ মাহমুদ বলেন, “বাসাইল–সখিপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় দায়িত্ব। বাসাইল ও সখিপুর ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দুটি উপজেলা — এই এলাকার শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও সহমর্মিতা গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা পারস্পরিক সহযোগিতা, সেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই।”
সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়—এটি আস্থা, দায়িত্ব ও সেবার সুযোগ। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব, মূল্যবোধ ও সমাজসেবার মানসিকতায় এগিয়ে নিতে কাজ করব। সংগঠনকে আরও কার্যকর, সংগঠিত ও শিক্ষার্থী-বান্ধব প্ল্যাটফর্মে পরিণত করতে সবার সহযোগিতা আশা করছি।””











