“বিশ্বকে বদলে দিতে, বিকাশিত হই আনন্দের সাথে” এই প্রতিপাদ্য কে ধারণ করে মাননীয় জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে গৃহীত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের প্লে গ্রাউন্ড নির্মান কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী দেলদুয়ার উপজেলার কুইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহবায়ক মো. অপু তালুকদার শিপলু, জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা আমির আল মোমেন, উপজেলা ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ছাত্রছাত্রী প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, এ কর্মসূচির আওতায় আরও ০৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্লে গ্রাউন্ড স্থাপনের কাজ চলমান রয়েছে পর্যায়ক্রমে উপজেলার প্রত্যোকটি বিদ্যালয়কে এ আওতায় আনা হবে।











