কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন দুর্গাপুর ইউনিয়নের এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার বিকালে টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নে পটল বাজারে গণসংযোগের শুরুতেই এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পটল বাজারে পথ সভায় অংশ গ্রহণ করেন।
জাতীয় সংসদ নির্বাচনে লুৎফর রহমান মতিনকে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ও গণসংযোগ করেছেন এবং জাতীয় নির্বাচনে কালিহাতীবাসীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম শামসুজ্জামান বাবর তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি একেএম আব্দুল আউয়াল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, ছাত্রদলের নেতা শরীফ মোল্লা প্রমুখ।











