টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারীনেত্রী রাহেলা জাকির।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তৌফিকা রশিদ, পরিচালক কে এম তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান, মো. আশরাফ হোসেন আনসারী (বিপ্লব), সৈয়দ মনিরুজ্জামান, এসএম ফাহাদুল ইসলাম ও মোসা. নিলুফা ইয়াসমিন খানম। টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী ও বাসাইল উপজেলা সমবায় অফিসার মীর মইনুল হোসেন। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন।
সোমবার টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডের টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা বক্তব্যে রাহেলা জাকির বলেন, সমবায়ীদের সম্পদ রক্ষা করা হবে এবং তা আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে। এই পরিষদ সততার সাথে কাজ করবে। এই পবিত্র আমানত রক্ষা করা হবে। সমবায়ই পারে রাষ্ট্রের অর্থনীতিতে অংশগ্রহণ করতে। রাষ্ট্রের যে অর্থের চাকা ঘুরে সেটা সমবায় সমিতির জন্য ঘুরে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ৮ও ৯ অক্টোবর নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ করা হয়। ১০ অক্টোবর জমা নেয়া হয়। ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। ১৯ ও ২০ অক্টোবর প্রাথমিক কোন খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোন প্রার্থীর মনোনয়নপত্রের বিষয়ে কোন আপত্তি কিংবা বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপিল দাখিল। ২১ থেকে ২৩ অক্টোবর আপিলের শুনানি দাখিল ও রায় ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ও ২৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়।











