টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রোপা আমন ২০২৫ মৌসুমে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ফুলবাড়ি গ্রামে ।
স্হানীয় কৃষক মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)- এর আওতায় ” নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্হান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি ) ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ।
বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট, ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর সাইন্টিফিক অফিসার আদিবা আফরিন রিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান । বিশেষ অতিথির বক্তব্যে ড. মসউদ ইকবাল বলেন, ” যান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকরা আধুনিক প্রযুক্তির সুফল পাচ্ছেন । ব্রি মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছে “।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা যন্ত্রপাতির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন, উৎপাদন ব্যায় কমাতে সহায়ক “। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ” যান্ত্রিকীকরণই আধুনিক এবং টেকসই কৃষির ভবিষ্যৎ। উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায় এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশের কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিচ্ছে, এই পরিস্থিতিতে যান্ত্রিকীকরণ কৃষককে সময়মতো আবাদ, কর্নত এবং প্রক্রিয়াজাত করণে সহায়তা করছে “।
তিনি আরও বলেন, ” ধান উৎপাদনের প্রতিটি ধাপেই বপন, রোপন, আগাছা দমন থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। ব্রি কৃষি যন্ত্রপাতি উন্নয়ন, উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে “। মাঠ দিবস অনুষ্ঠানে ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ধানচাষীরা উপস্থিত ছিলেন ।











