টাঙ্গাইল সদরে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে ফরহাদ ইকবালের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

তাঁরা দাবি জানান, দ্রুত টাঙ্গাইল সদর আসন থেকে স্থানীয় একজন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটিতে প্রার্থীর নাম ঘোষণা করে। টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।











