সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৬৫ পিস ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন চেয়ারম্যান বাড়ি আমতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহী জেলার বাঘা থানার কিশোরপুর এলাকার বাসিন্দা মোঃ নাজমুল হক (৪৩) নামের এক মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে ট্রেনে করে ফেন্সিডিলসহ টাঙ্গাইলের ঘাটাইলের উদ্দেশ্যে রওনা দেন। পরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলস্টেশনে নেমে সিএনজি যোগে গন্তব্যে যাচ্ছিলেন তিনি।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল চেয়ারম্যান বাড়ি আমতলা মোড়ে তল্লাশি চৌকি স্থাপন করে। দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন সিএনজিটি থামিয়ে তল্লাশি চালানো হলে নাজমুল হকের কাছ থেকে ৬৫ পিস ফেন্সিডিল, একটি বাটন মোবাইল ফোন, এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও উদ্ধারকৃত আলামত টাঙ্গাইলের ঘাটাইল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











