আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নির্বাচনী উঠান বৈঠক সোমবার (২০ অক্টোবর) রাত নয়টায় ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন এর দরিচন্দ্রবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । শত-শত নারী পুরুষের অংশ গ্রহণে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মাজেদ বাদল, হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, হাফিজুর রহমান বিএসসি এবং ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু । এসময় ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির সকল নেতাকর্মী, যুবদল – ছাত্রদলের নেতৃবৃন্দ, মহিলা দল, কৃষক দল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন উনার বক্তব্যে বলেন, ” বেগম খালেদা জিয়া আমার নেত্রী , উনি অসুস্থ, আপনারা দোয়া করবেন আমার নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে যায় । আপনারা দোয়া করলে আমার নেত্রী ভালো হয়ে যাবে । আমি ধনবাড়ী উপজেলার জন্য এমপি না হয়েও Asks কাজ করছি । এখন সময় এসেছে ঋণ শোধ করার । আমাকে আপনারা একটি বার সুযোগ দিন৷ আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকলকিছু উল্লেখ আছে । পারিবারিক কার্ড এর মাধ্যমে সামাজিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে । আমার নেতা তারেক রহমান জানেন বিগত পঁচিশ বছর আমি কি করেছি । তিনি সব কিছুই জানেন । সুতরাং ফাঁকিবাজি করার কোন সুযোগ নাই “।











