মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ১২ তলা একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল দুপুর ১২টায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে বিশেষ প্রার্থনা, দুপুর ১টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৫টায় বিভিন্ন ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৭টা ৩০ মিনিটে সকল আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন।
সব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ১২তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে ১৯৯৯ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ২০০১ সালের ১২ জুলাই আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সালের ১৬ অক্টোবর একাডেমিক কার্যক্রমের সূচনা ঘটে। এ বছর থেকে সেই দিনটিকেই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর আগে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হতো।
বর্তমানে ৭টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও একাডেমিক কার্যক্রমে ২২ বছরে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।